রাজনীতি

করোনামুক্ত হলেন নৌপ্রতিমন্ত্রী

By admin

September 30, 2020

 

করোনাভাইরাস থেকে সেরে উঠলেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার নৌপ্রতিমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। এরপর ২২ সেপ্টেম্বর আবার পরীক্ষা করালে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আবার পরীক্ষা করায়। আজ রেজাল্ট নেগেটিভ এসেছে।

 

গত ১৫ সেপ্টেম্বর করোনা পজেটিভ হওয়ায় সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ দিনাজপুর-২ থেকে টানা তিনবারের এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।