বরিশাল

করোনা: বরিশালে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮

By admin

September 02, 2021

 

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে দুইজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৬ জন। এছাড়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন পজিটিভ শনাক্ত হন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় মোট ৭৭০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। তাদের মধ্যে ঝালকাঠিতে ১১ জন, ভোলায় ২২ জন, বরিশালে ২৮ জন, বরগুনায় ১১ জন, পটুয়াখালীতে ১৫ জন, এবং পিরোজপুরে একজন রয়েছেন।