বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনায় পাঁচজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ।
রোববার (১৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ১৫৯ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৭৮ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৯৬ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৪৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন।
ভোলায় নতুন ৮৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫ হাজার ৭০৫ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪১ জন।
পিরোজপুরে নতুন ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০১ জন।
বরগুনায় নতুন ৩০ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৯ জন।
ঝালকাঠিতে নতুন ১৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩৬ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২০ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১৬৬ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ, ১২১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬২ জন পজিটিভ ও ১১৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে ও দুইজন করোনা রোগীসহ মোট ১১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া ভোলা সদর হাসপাতালে দুইজন এবং বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩০ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ১৭০ জন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪১ হাজার ১৫৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৫ জন এবং সুস্থ হয়েছেন ২৪ হাজার ২৬৬ জন।