জাতীয়

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

By admin

March 04, 2021

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে তিনি টিকা গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টিকা নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

তবে ৭ই ফেব্রুয়ারি সাধারণ মানুষদের জন্য করোনার টিকা কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা নেন একজন নার্স।