শিরোনাম

করিডোরের জন্য বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি প্রয়োজন

By admin

June 04, 2025

 

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখনো কোনো চুক্তি না হওয়ায় মানবিক করিডোর প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

 

 

জাতীয় প্রেস ক্লাবে (ডিক্যাব) টকে তিনি বলেন, “যেকোনো মানবিক করিডোর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চুক্তি থাকা আবশ্যক। বাংলাদেশ ও মিয়ানমার এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই তাদের উভয় পক্ষকেই নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।”

 

 

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কার কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছে।

 

 

এদিকে মঙ্গলবার (৩ জুন) জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানীর যমুনা এলাকায় উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।