খেলাধুলা

কনসার্টে গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের স্ত্রীর মৃত্যু

By admin

February 02, 2022

 

কনসার্ট দেখতে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন প্যারাগুয়ের তারকা ফুটবলার ইভান তোরেসের স্ত্রী ক্রিস্টিনা ভিতা আরান্দা। তোরেস গুলিবিদ্ধ স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি জানিয়ে সংবাদ প্রকাশ করেছে প্যারাগুয়ের একাধিক সংবাদমাধ্যম।

 

খবরে জানানো হয়েছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

ক্রিস্টিনা ছাড়াও সেই বন্দুকযুদ্ধে মার্কোস ইগনাসিও রোহাস নামে আরো এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন চারজন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।