বিনোদন

কণ্ঠশিল্পী পার্থ আর নেই

By admin

June 09, 2022

 

অকালেই চলে গেলেন কণ্ঠশিল্পী পার্থ সারথী গুহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। পার্থ মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

 

বুধবার (০৮ জুন) দুপুরে বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্বজনরা জানান, পার্থ’র মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ার বাসভবনে নিয়ে এলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতে মেড্ডা মহা শশ্মান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

 

তার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংঙ্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রায় এক দশক আগে ফাহিম মিউজিকের ব্যানারে দীর্ঘদিনের বন্ধু ও কম্পোজার হুমার সঙ্গে প্রথম দ্বৈত অ্যালবাম বেরিয়েছিল তার। ‘এইচপি’ নামের ওই অ্যালবামে ‘আমার খবর’, ‘জান’, ‘আফটার ব্রেকাপ’, ‘চাঁদ তুমি আমার’, ‘বন্ধু হাল ছেড়ে দিও না’ শীর্ষক পাঁচটি গান গেয়েছিলেন পার্থ।