ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথমবার ওয়ানডে সিরিজ জয় এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হার—এ দুয়ে মিলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে তামিম ইকবালের দল।

 

গতকাল লাহোরে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ৮৮ রানে হারের পর এই সুখবর পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। সমান পয়েন্ট সত্ত্বেও পাকিস্তান এক ধাপ নিচে নেমে গেছে।

 

পাকিস্তান যদি এই সিরিজে ধবলধোলাই হয় তাহলে বাংলাদেশ লম্বা সময়ের জন্য ষষ্ঠ স্থানে থাকার সুযোগ পাবে। কিন্তু তারা সিরিজের একটি ম্যাচ জিতলে পুনরায় ষষ্ঠ স্থানে চলে আসবে এবং বাংলাদেশ নেমে যাবে সাতে।

 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে আছে ইংল্যান্ড। আর তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৭।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ