বিনোদন

এমপি হতে গণসংযোগ করেছেন চিত্রনায়িকা মাহি

By admin

December 27, 2022

 

সিফাত রানা, গোমস্তাপুর::  চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর নাচোল ভোলাহাট আসনের আসন্ন উপ নির্বাচনকে সামনে রেখে নাচোল গোমস্তাপুর ভোলাহাটে গণসংযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার।

 

 

নৌকা মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার গণসংযোগে নৌকায় ভোট চেয়ে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি ও আগামীতেও তা অব্যাহত রাখবো।

 

 

দেশের উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলবো।  ওই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার গণসংযোগে যোগ দেন।