ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ করোনা আক্রান্ত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এমপি পঙ্কজ নাথ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি তার ঢাকার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
সংসদ সদস্য পঙ্কজ নাথ জানিয়েছেন, ‘শরীরে জ্বর দেখা দিলে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করেন সংসদ ভবনের মেডিকেল টিম।
শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলের পিসআর ল্যাব থেকে দেয়া তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তার আগে থেকেই এমপি পঙ্কজ নাথ ঢাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বর্তমানে তার শরীরের জ্বর রয়েছে। এছাড়া বড় কোন সমস্যা নেই বলে জানিয়েছেন এমপি পঙ্কজ নাথ। এসময় তিনি তার নির্বাচনী এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক