এমপি পঙ্কজ দেবনাথকে আ. লীগের সব পদ থেকে অব্যাহতি

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

এমপি পঙ্কজ দেবনাথকে আ. লীগের সব পদ থেকে অব্যাহতি
নিউজটি শেয়ার করুন

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দেওয়া চিঠির অনুলিপি এরইমধ্যে তারা হাতে পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

 

তিনি জানান, এমপি পঙ্কজ দেবনাথ বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া তার স্থানীয় আওয়ামী লীগে কোনো পদ নেই।

 

আর এ বিষয়ে জানতে এমপি পঙ্কজ দেবনাথের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ