এমপিদের মধ্যে প্রথম টিকা নিচ্ছেন হাফিজ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

এমপিদের মধ্যে প্রথম টিকা নিচ্ছেন হাফিজ
নিউজটি শেয়ার করুন

 

একাদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) মধ্য থেকে প্রথম টিকা নেবেন সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমেদ মজুমদার।

 

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইতোমধ্যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসে পৌঁছেছেন।

 

হাফিজ আহমেদ মজুমদার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান।

 

জানা গেছে, কনোরাভাইরাসের টিকা দিতে সহায়ক হিসেবে সারা দেশে রেড ক্রিসেন্টের ১৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

 

করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকা কার্যক্রমের শুরুর দিনে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেবেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা।

 

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

 

একজন নার্সকে দিয়ে এদিন টিকা কার্যক্রম শুরু হলেও পরদিন ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪শ থেকে ৫শ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে সারাদেশে একযোগে টিকা দেওয়া শুরু হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ