ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠনের নেতারা।
চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। বিষয়টি অপমানজনক উল্লেখ করে তারা এই দাবি করেন।
আজ শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে এফডিসির এমডির পদত্যাগ দাবির ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান।
সোহান বলেন, ‘যেহেতু শিল্পীদের নির্বাচন করতে পুলিশ লাগে, অনেক নিরাপত্তা লাগে এবং অন্যদের সমস্যা হয় তাই আমরা আর কখনোই শিল্পী সমিতির নির্বাচন এফডিসির ভেতরে হতে দেবো না।’
এ সময় গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক ইকবালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক