ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২
কণ্ঠে সুর নেই। তবুও অবিরত গান গেয়ে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যায়, তবুও তিনি থামেন না। প্রতি ঈদের নিজের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন।
এ বছর ঈদেও ব্যতিক্রম হচ্ছে না। এবার শ্রোতাদের ১০টি গান শোনাবেন। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’। এটিএন বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুরা দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।
মাহফুজুর রহমান ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন সারাদেশে। সর্বত্রই ছিল তাকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের স্থান দখল করে নিয়েছিল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক