ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ মাদককাণ্ডে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম আসার পর বেশ কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে শাহরুখ পরিবারকে।
মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে চার সপ্তাহ কাটে আরিয়ানের। এরপর তিনি যখন কারাগার থেকে মুক্তি পান এরপর বেশ ক’দিন সবার আড়ালে ছিলেন শাহরুখ খান।
এসবের জের কাটতে বারবার শোনা যাচ্ছিল শিগগিরই বলিউডে ডেবিউ করবেন শাহরুখ খান। এবার সামনে এল বড় খবর। হলিউডের কোনো সিনেমা নিয়ে কাজ করতে চলেছেন আরিয়ান খান। খান পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রের খবর, কোনো হলিউড ছবির রিমেক করতে পারেন শাহরুখ খান এবং সেই ছবির স্বত্ত্বও কিনতে পারেন তিনি। আর সেই ছবির পরিচালনা ও চিত্রনাট্যের কাজে দেখা যেতে পারে আরিয়ানকে। এর মধ্যে দিয়েই বলিউডে পা রাখতে যাচ্ছেন আরিয়ান।
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, আরিয়ানের অভিনয়ে বিশেষ আগ্রহ নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি। বর্তমানে শাহরুখের সঙ্গে সিনেমা ও চিত্রনাট্যের কাজে আরিয়ান সাহায্য করছেন বলেও খবর রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক