এখনই অবসর নিচ্ছি না : লিওনেল মেসি

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

এখনই অবসর নিচ্ছি না : লিওনেল মেসি
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে। লিওনেল মেসির হাত ধরে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ ফাইনালের আগে তার একটা কথা তার অবসরের গুঞ্জনের জন্ম দিয়েছিল। তবে আর্জেন্টিনার মহানায়ক জানালেন, এখনই আকাশি-সাদা জার্সিতে তার শেষ নয়। খেলে যাবেন আরও কিছু দিন।

 

 

গত ১৪ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালটা শেষ করেই মেসি জানিয়েছিলেন কথাটা। সেই কথার কারণেই এত গুঞ্জন। বলেছিলেন, ‘রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’

 

এরপরই শোনা যাচ্ছিল গুঞ্জন। এটাই নাকি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ! সেই ‘শেষ’ ম্যাচে মেসি জিতেছেন আজন্ম সাধের বিশ্বকাপ।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

এরপর গুঞ্জনটা আরও ভালোভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছিল বৈকি। বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের শেষটা কয়জন করতে পারে? তবে মেসি সে গুঞ্জন উড়িয়ে দিলেন। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খেলে যেতে চাই।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ