ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশাল বিভাগে এক বছরে ভোটার বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮৮ জন। এ নিয়ে বিভাগের ছয় জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লাখ ১৩ হাজার ৬১৭ জন। মঙ্গলবার (০১ মার্চ) বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ সালে প্রকাশিত হালনাগাদকৃত ভোটার তালিকায় বৃদ্ধি পাওয়া ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ৭১৯ জন আর নারী ভোটার বেড়েছে ৫২ হাজার ৬৬৯ জন।
জানা গেছে, এর আগে বিভাগের ছয় জেলায় মোট ভোটার ছিল ৬৯ লাখ ৮৪ হাজার ২২৯ জন। যার মধ্যে ৩৫ লাখ ৬১ হাজার ৬২৬ জন পুরুষ এবং ৩৪ লাখ ২২ হাজার ৬০৩ জন নারী ভোটার। হালনাগাদে সেই সংখ্যা এখন ৭১ লাখ ১৩ হাজার ৬১৭ জন।
ভোটার এলাকা বিবেচনায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় নতুন ভোটার সবচেয়ে বেশি। জেলায় ৩৮ হাজার ৪৩৬ জন নতুন ভোটার হয়েছেন। এর পুরুষ ভোটার ২২ হাজার ২২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৪ জন।
সব থেকে কম ভোটার বেড়েছে পিরোজপুর ও ঝালকাঠি জেলায়। পিরোজপুরে মোট ভোটার বেড়েছে ৮ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার ৩ হাজার ৫০২ জন। ঝালকাঠি জেলায় মোট বৃদ্ধি পাওয়া ৮ হাজার ৪৪৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১০৫ জন এবং নারী ভোটার ৩ হাজার ৩৪১ জন।
অপরদিকে পটুয়াখালী জেলায় ভোটার বেড়েছে ১৯ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার বেড়েছে ৮ হাজার ২৮৯ জন বেড়েছে।
বরগুনা জেলায় নতুন ভোটার ২৬ হাজার ৫৬৫ জন। তার মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৪৫ জন এবং নারী ভোটার বেড়েছে ১১ হাজার ২২০ জন। এছাড়া ভোলায় বৃদ্ধি পাওয়া মোট ২৭ হাজার ৬১৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭১৬ জন এবং নারী ভোটার বেড়েছে ৯ হাজার ৯০৩ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক