আন্তর্জাতিক

এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড দিল সৌদি আরব

By admin

March 12, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ এক দিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড দিয়েছে বলে শনিবার জানিয়েছে সৌদি আরব। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

 

এর ফলে ২০২১ সালে সৌদি আরবে এক দিনে সবচেয়ে বেশি জনের মৃত্যুদণ্ডের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

 

দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা ‘ইসলামিক স্টেট, আল-কায়েদা, হুথি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।’

 

তারা গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছিল এবং সৌদি আরবে অস্ত্র পাচার করছিল বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

 

বিশ্বের শীর্ষ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান প্রথম দিকে। গত বছর সৌদি আরবে প্রায় ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।