জাতীয়

একদিনে ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩১৬ জন

By admin

December 03, 2020

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩১৬ জনের শরীরে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪৮ জনে। সেইসাথে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনে পৌঁছেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।