আন্তর্জাতিক

একদিনে করোনায় ২৩১৫ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

By admin

August 11, 2022

 

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জনে।

 

 

একই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭৭৬ জন। এতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জনে।

 

 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের। মারা গেছেন ১৬২ জন। এছাড়া দক্ষিণ কোরিয়াতেও করোনার রেকর্ড সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন।

 

 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জন। বিপরীতে মারা গেছেন ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জন। এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার ৬৯৭ জন, মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৮২৬ জন।

 

 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর খুব দ্রুত ভাইরাসটি বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ ডব্লিউএইচও করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে।