জাতীয়

একদিনে করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ তথ্য

By admin

December 25, 2020

 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ২০ জন মারা গেছে। এই সময়ে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃতদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জন। আর মোট আক্রান্তও হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৬৪ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আরও ২ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন। এখন দেশে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

 

গত ২৪ ঘন্টায় দেশে ১৬৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫১০ টি। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।