জাতীয়

একদিনে আরও ২৩ মৃত্যুর পাশাপাশি শনাক্ত ৬৮৪

By admin

January 02, 2021

 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হিয়াবে শনাক্ত হয়েছেন আরও ৬৮৪ জন।

 

শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে এখন দেশে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন। আর মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন।

 

এই সময় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৪ জন। যার ফলে এখন মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জনে।

 

এর আগে শুক্রবার ( জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন দেশে ৯৯০ জন নতুন শনাক্তের পাশাপাশি মারা যান ১৭ জন।