ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদের বরিশাল জেলার উজিরপুর উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
গত শনিবার (০৫ জুন) বাংলাদেশ যুব অধিকার পরিষদের বরিশাল জেলা আহবায়ক এইচ,এম,হাসান ও সদস্য সচিব শিবলী খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জীবন খাঁন আহবায়ক, শাহ জালাল মোল্লা সদস্য সচিব, সৈয়দ স্বাধীন যুগ্ম আহবায়ক, রোমান হাওলাদার কে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্যর কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির আহবায়ক মোঃ জীবন খাঁন বলেন, বরিশাল জেলা কমিটির সকলের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা কমিটি ঘোষণা সফল হয়েছে তাই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা দেশের বঞ্চিত মানুষদের অধিকারের কথা বলে যাচ্ছি । অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি । রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাইকে ছাত্র,যুব ও শ্রমিক অধিকারে যোগ দেয়ার আহবান জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক