বরিশাল

উজিরপুরে ৫ দিন ধরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা

By admin

June 01, 2025

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী-স্বজনরা।

 

 

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

 

থানা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে উপজেলার মুন্ডপাশা গ্রামে বিয়ে হয় মাকসুদা আক্তার (৪৭) নামে ওই গৃহবধূর। বিয়ের পর তাদের মধ্যে কোনো পারিবারিক কলহও ছিল না। তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই নারী। গত ২৮ মে বিকাল থেকে হঠাৎই তিনি নিখোঁজ হন। তার সন্ধানে স্বামী-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৫৩) করেন গৃহবধূর স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)।

 

 

নিখোঁজ গৃহবধূ ৪ সন্তানের জননী। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট।

 

 

নিখোঁজের স্বজনরা তাকে পেলে ০১৭৩২২২৫৮৭৮/ ০১৭৩৯১৩০০০২ নম্বরে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

 

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।