ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুরে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ইচলাদি টোল প্লাজা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
গ্রেফতাররা হলেন— বানারিপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের সত্তার বেপারির ছেলে মনির বেপারি (৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম।
এনায়েত হোসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসতেছে— এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের মাদক বহনকারী গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে উজিরপুর মডেল থানায় পাঠানো হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক