ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: জেলার উজিরপুর মডেল থানা’র মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল( ৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর নির্দেশে এসআই তরুণ কুমার, এএসআই মোঃ আল মামুন, মহিউদ্দিন ও মৃদুল মিলে ১৮ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম হারতা মনিন্দ্রলাল মন্ডলের বাড়ির সামনে একটি বাগান থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডলের দেহে তল্লাশি চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল হারতা ইউনিয়নের কাজিবাড়ি গ্রামের সুধীর চন্দ্র মন্ডলের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত সুশীল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ ‘আমাদের সময় ডট. কম ‘কে জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের সাথে আপোষ নয়। উজিরপুর উপজেলাকে মাদক মূক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক