ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: বরিশাল জেলায় উজিরপুর উপজেলার ধামুরা-সানুহার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ি সাদ্দাম বালি (২৬) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সাদ্দাম বালি উপজেলার ধামুরা বন্দরে স্বর্ণের দোকানের কর্মচারী, প্রতিদিনের মতো তিনি দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সেনের হাটের পূর্ব পাসে এলাকায় পৌঁছালে রাস্তায় ওপরে রাখা বালির ড্রেজার পাইপ ওপর পিছলে পড়ে মাথায় আঘাত পান।
আহত সাদ্দাম বালিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম বালি উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের সমেত বালির ছেলে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান, লোক মুখে শুনেছি, কিন্তু এখনো এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক