উজিরপুরে স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনায় বখাটে গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

উজিরপুরে স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনায় বখাটে গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় বখাটে ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জুলাই সোমবার সকালে উজিরপুর মডেল থানার এস.আই সুদেব হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ধামুরা বন্দর থেকে বখাটে ইমনকে গ্রেফতার করেছে।

 

 

উল্লেখ্য ২ জুলাই বিকেল ৪টার দিকে ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে বখাটে ইমন মিয়া (২২) এর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই এলাকার সোহেল কাজির মেয়ে ৮ম শ্রেনির ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছিল।

 

 

এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে।

 

হামলার ঘটনায় আহত ছাত্রীর মাতা মোর্শেদা আক্তার মুকুল বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযুক্ত বখাটে ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন জানান অভিযুক্ত মামলার আসামি বখাটে ইমনকে গ্রেফতার করে ইতিমধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ