বরিশাল

উজিরপুরে সোহাগ হত্যায় ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

By admin

September 15, 2021

 

বরিশালের উজিরপুরে কলেজছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) আসামিদের উপস্থিতিতে এই রায় দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা দায়েরা জজ আদালতের বিচারক টিএম মুসা। ফাঁসিপ্রাপ্তরা হলেন মামলার প্রধান আসামি দাদা বাহিনীর প্রধান জিয়াউল হক লালন ও রিয়াদ সর্দার।

 

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি চাঁদার দাবীতে দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহাগ সেরনিয়াবাতকে কুপিয়ে হত্যা করে। এসময় সোহাগের সাথে থাকা বন্ধু সাইফুল ইসলামকে আহত করে।

 

এ ঘটনায় সোহাগ সেরনিয়াবাতের মামা খোরশেদ আলম বাদী হয়ে উজিরপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

মামলায় ৩১ জনের সাক্ষী গ্রহণ করে আদালত এই রায় প্রদান করেন। এই রায়ে সোহাগ সেরনিয়াবাতের বাবা বলেন, রায়ে সন্তুষ্ট বটে, তবে উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। এ নিয়ে মামলার আইনজীবী একেএম আরিফুর রহমান বলেন, এই রায় প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।