উজিরপুরে সন্ত্রাসী হামলায় বাবা-মেয়েসহ আহত ৩

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

উজিরপুরে সন্ত্রাসী হামলায় বাবা-মেয়েসহ আহত ৩
নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধি:: উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হষ্টিসন্ড গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঢুকে বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

 

 

আহত সূত্র জানা যায় মৃত্যু মোতালেব বেপারী’র ছেলে সামছুল আলম বেপারীর সাথে ছোরয়াব বেপারীর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরধ চলে আসছে ঐ বিরধের জের ধরে গত সোমবার আনুমানিক ৩.৩০ মিনিটের সময় সামছুল আলম বেপারী’র ছেলে মোঃ সফিকুল ইসলাম বেপারী তার সহযোগী সুজন বেপারী তার সহদর ভাই সরিফুল বেপারীসহ অজ্ঞাতনামা ৩/৪জন মিলে ছোরয়াব বেপারী এর বসত ঘরে হামলা চালিয়ে ছোরয়াব বেপারী’কে কুপিয়ে  গুরুতর আহত করে তাকে বাঁচাতে তার মেয়ে মেঘলা ছুটে আসলে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে মেয়ের আত্মচিৎকার শুনে তাদেরকে রক্ষা করতে সোরয়াব বেপারী স্ত্রী নুরজাহান বেগম (৫০) ছুটে আসলে তাকেও পিটিয়ে জক্ষম করে আহত দের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত মোঃ সফিকুল ইসলাম তার দল বল নিয়ে ছটকে পরে স্থানীয় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।

 

এ বিষয় উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে l


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ