বরিশাল

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

By admin

March 17, 2023

 

নাজমুল হক মুন্না, উজিরপুর :: বরিশাল জেলার উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

 

 

১৭ আগস্ট শুক্রবার সকাল ৮ টায় বাংলাদেশের আওয়ামীলীগ উজিরপুর উপজেলার প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং কেক কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে একটি বর্ণাঢ্য র‍্যালি হয়।

 

 

 

র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পাল্য অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানি শীল, সাবেক সংসদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওদুদ সরদার, বীর মুক্তিযাদ্ধা আকরাম হোসেন ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুল হাসান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ: রহিম সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ।