ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
বরিশালের উজিরপুরে ৮ম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ আগষ্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার ভরসাকাঠী গ্রামের নিজ বাড়ির সামনের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্র সিয়াম ফকির শান্ত (১৩) ঐ গ্রামের বাসিন্দা সাইদুল ফকিরের ছেলে।
মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ঐ ছাত্র গলায় ফাঁস দিয়ে আন্তহত্যা করেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র সিয়াম ফকির শান্ত সোমবার দুপুরে মা জিয়াসমিন বেগমের কাছে মোবাইল কিনে দিতে বললে তা নাকচ করে দেন। পরে রাগ ও অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। অনেক খোঁজাখুজি করে রাত সাড়ে ১১টায় বাড়ির সম্মুখে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর বিষয়টি থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ছাত্র সিয়াম ফকির শান্ত গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি ।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক