বরিশাল

উজিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

By admin

November 19, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

 

উজিরপুর মডেল থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সূত্রে জানা যায় ১৯ নভেম্বর শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলি ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু নিশ্চিত করেছেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের খোঁজ খবর জানার চেষ্টা চলছে, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

 

 

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান ১০ নভেম্বর অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধকে হাসপাতালের সামনে রাস্তার উপরে মূমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।