উজিরপুরে মাদ্রাসায় অর্থের বিনিময়ে আয়া নিয়োগের অভিযোগ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

উজিরপুরে মাদ্রাসায় অর্থের বিনিময়ে আয়া নিয়োগের অভিযোগ
নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া দোসতিনা মাহামুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অর্থের বিনিময়ে আয়া নিয়োগের অভিযোগ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারী শনিবার ওই মাদ্রাসার আয়া নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পদে মোট ৮জন প্রার্থী অংশ গ্রহন করেন। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী প্রার্থী ও প্রতিষ্ঠানের জমিদাতা পরিবারের সদস্য ফাতিমা খানম অভিযোগ করে বলেন, মৌখিক পরীক্ষায় আমাদেরকে কোন প্রকার প্রশ্ন না করেই অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান আমি অকৃতকার্য হয়েছি বলে জানান।

 

মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী রুবি আক্তার ও সোনিয়া আক্তার অধ্যক্ষের বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন, মিজানুর রহমান হাওলাদারের স্ত্রী শামিমার কাছ থেকে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান মোটা অংকের টাকা খেয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানে বলেন, নিয়মনীতি মেনে স্বচ্ছভাবে নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। যারা পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয়েছেন তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি কোন আর্থিক লেনদেন করিনি।

 

এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

উক্ত নিয়োগ পরীক্ষার বিষয়ে তদন্ত পূর্বক সঠিক, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভূক্তভোগী প্রার্থীরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ