ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
নাজমুল হক মুন্না, উজিরপুর:: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এতে বাস ও ট্রাক ধুংরে মুচড়ে যায়। হতাহতের খবর পাওয়া যায়নি।
২৩ অক্টোবর রবিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর ও আটিপাড়া এলাকার মধ্যবর্তি স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানা পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
সুত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা বি এম লাইন চট্র মেট্রো-ব ১১-১২৯৪ নং পরিবহন ও বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্রো উ ১২-১৫৫২ এর মুখোমুখী সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো চালক, হেল্পার ও যাত্রিরা। এছাড়াও সোনার বাংলা বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহণ’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দুর্ঘটনার সিকার হন, তবে কোনো অহতের খবর পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার এস আই তরুণ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক