ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার উজিরপুরের মাদ্রাসী গ্রামে ঘড় থেকে নূপুর (১৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্তবার (৪ মার্চ )সকালে শিকাপুর ইউনিয়নের মাদ্রাসী গ্রামে ঐ নারী’র স্বামীর ঘরের দোতলায় আড়ার সাথে তার লাশ ঝুলে ছিল।
নুপুর গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। নুপুরের কাকা ইকবাল হোসেন জানান, দুই বছর আগে উজিরপুর উপজেলার মাদ্রাসী গ্রামের সাহেব আলীর ছেলে মোঃমিলন (২৫)এর সাথে নুপুরের বিয়ে হয়।
তিনি অভিযোগ করেন, মেয়ের লাশ যেভাবে পা দিয়ে আছে তাতে সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
মিলনের ভগ্নিপতি মো আনোয়ার হাওলাদার বলেন, প্রেমের বিয়ে ,শুরু থেকে দাম্পত্য কলহ ছিল, স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।
উজিরপুর মডেল থানার থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক