ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার নাম মো. রকিব হাওলাদার (২৭)। সে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মোহাম্মদ ইখতিয়ার হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে নিখোঁজ ছিলেন শারীরিক প্রতিবন্ধী মো. রকিব হাওলাদার।
সকালে তার প্রতিবেশী রবেজান বেগম মো. রকিব হাওলাদারের লাশ বাড়ির পাসের খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মো. রকিব হাওলাদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওসি জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক