বরিশাল

উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

By admin

December 05, 2023

 

নাজমুল হক মুন্না, উজিরপুর:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ০৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মুন্ডপাশা গ্রামের মোহাম্মদ রাজিব হাওলাদারের দেড় বছরের শিশু পুত্র মোঃ আলভী খেলার ছলে ঘরের পূর্ব পাশের পুকুরে পড়ে ডুবে যায়।

 

 

শিশুটির হঠাৎ নিখোঁজ হওয়ায় আশেপাশের খুঁজতে থাকে, তার ঠিক এক ঘণ্টা পরে ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

এ ঘটনায় পরিবার সহ পুরো এলাকায় শোকের ছোয়া নেমে আসে।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) বলেন, নিহত শিশুর পরিবারের কোন আপত্তি না থাকায় , মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।