ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাহিম ফকির নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( ২৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাহিম ফকির উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের শেরেবাংলা বাজার সংলগ্ন এলাকার স্বপন ফকিরের ছেলে। স্বপন ফকির জানান, দুপুরের দিকে নিজেদের পুকুরের পড়ে যায় তাহিম। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকেই তাকে উদ্ধার করে।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক