ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালে ইঁদুরের কবল থেকে ধানের বীজ রক্ষায় ক্ষেতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেছে কৃষকের।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও ইউপি সদস্য। মৃত কৃষক প্রিয়লাল রায় সাধু (৫৫) কড়ালিয়া গ্রামের প্রয়াত জগবন্ধু রায়ের ছেলে।
এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় জানান, ক্ষেতে ইঁদুর প্রবেশ করে ধানের বীজ কেটে ফেলে। বীজ রক্ষায় ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতে কৃষক সাধু।
সন্ধ্যায় অসাবধানতায় ফাঁদের বিদ্যুৎ সংযোগের ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে এ কৃষকের। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়না তদন্তে মরদেহ দেওয়ার ব্যবস্থা করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক