উজিরপুরে নিখোঁজের ২৪ দিন পর নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

উজিরপুরে নিখোঁজের ২৪ দিন পর নারীর লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না, উজিরপুর :: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের তুহিন মিয়া (৪৬) এর পুকুর থেকে গত ২৪ দিন পূর্বে নিখোঁজ হাওয়া মহিলার গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০ মার্চ সোমবার বিকেল ৩.৩০ মিনিটে পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ করলে রহস্যজনক সাদা প্লাস্টিক বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মহিলা লাশ উদ্ধার করে।

 

 

পুলিশ আরও জানান ২৪ ফেব্রুয়ারি মৃত আলীম সাহের স্ত্রী শাহনাজ বেগম (৫৩) নিখোঁজ হন।

 

 

 

এ বিষয়ে নিখোঁজ শাহানাজ বেগমের ভাইয়ের ছেলে আল আমিন উজিরপুর মডেল থানায় একটি জিডি করেন পরবর্তীতে গত ১/৩/২৩ তারিখ উল্লেখ্য আল আমিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

 

 

পুলিশ মালেক মিয়ার ছেলে ইদ্রিস (৫৫)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে । মামলাটি বর্তমানে ডিবি পুলিশের কাছে রয়েছে ।

 

 

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ কামরুল হাসান জানান, বান্না গ্রামের পুকুর থেকে এক মহিলা লাস উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সনাক্ত করেছেন তিনি নিখোঁজ হওয়া শাহনাজ বেগম।লাস ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ