বরিশাল

উজিরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

By admin

April 16, 2022

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৭৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো.সাইদ ফকির(২১) ও তার সহযোগী মো.ওয়াসিকুর রহমান (নিরু) (২৩) গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ।

 

শুক্রবার রাত ১০ টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল বাজারে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পূর্ব বামরাইল মাসুম ফকিরের বসত ঘরের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় চলছে।

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, সাইদ ও নিরু মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন।

 

গ্রেফতারকৃত মো.সাইদ ফকির উজিরপুর পূর্ব বামরাইল গ্রামের ২ নং ওয়ার্ডের আজাহার ফকিরের ছেলে ও তার সহযোগী ওয়াসিকুর রহমান (নিরু) আটিপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর সরদারের ছেলে।

 

মডেল থানার পুলিশ সদস্য এস আই জসিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।