উজিরপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে আহত চোর

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

উজিরপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে আহত চোর
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।

 

 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন ঝালকাঠি জেলার নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে রনি(২৮)।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়ায, শুক্রবার রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২নং পিলারের ট্রান্সফরমার চুরি করতে যান ওই ব্যক্তি। স্থানীয় জাহানারা বেগম জানান, ট্রান্সফারমা চুরি করার সময় টিনের উপরে বিকট শব্দ হলে। শব্দ শুনতে পেয়ে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদুৎপৃষ্ঠ হয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো.এনামুল হক জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

 

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ