ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উজিরপুরের মোড়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জের তুফানী বেগম (২৮) ও শরিয়তপুরের রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সবাই বেদে সম্প্রদায়ের বলে জানা গেছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ওই ট্রাকে বেদে সম্প্রদায়ের ২৩ জন ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ট্রাকটি উজিরপুরের মোড়াকাঠি পৌঁছালে বেপরোয়াগতির যাত্রিবাহী বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।