বরিশাল

উজিরপুরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

By admin

March 20, 2022

 

উজিরপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে বরিশালের উজিরপুরে নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকাল ১০টায় পৌরসভার আওতায় ০৯ টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের কাছে বিএনখান ডিগ্রি কলেজ মাঠে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।

 

এসময় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারির সভাপতিত্বে ও কাউন্সিলর হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু প্রমুখ।

 

উজিরপুর পৌরসভায় ১৪৩৬ জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।  প্রথম পর্যায়ে ৯৪২ জনের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে। এরমধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হয়। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রিহবে।