বরিশাল

উজিরপুরে জেলেদের মাঝে এমপি শাহে আলমের জাল বিতরন

By admin

May 18, 2023

 

উজিরপুর, নাজমুল হক মুন্না:: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের উদ্দোগে দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকৃত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃস্টির লক্ষে বৈধ জাল বিতরন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম ।

 

 

১৮ মে বৃহস্পতিবার বেলা সাঁড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৮ টি গ্রুপে মোট ৪০ জন জেলেদের মাঝে ৩ হাজার ৬ শত ফুট বৈধ জাল বিতরন করা হয় । এ সময় ৬ টি গ্রুপে বেড জাল এবং ২ টি গ্রুপে ইলিশ জাল প্রদান করা হয় ।

 

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো: সাইদুজ্জামান ,ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌরঙ্গলাল কর্মকার ,সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফকির, কেন্দ্রীয় কিত্তন কমিটির সভাপতি বরুন কুমার মিত্র প্রমুখ ।