উজিরপুরে ছেলের দেয়া বৈদ্যুতিক ফাঁদে প্রান গেল মায়ের

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

উজিরপুরে ছেলের দেয়া বৈদ্যুতিক ফাঁদে প্রান গেল মায়ের
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় জমিতে দেয়া বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ইদুর মারতে ছেলের দেয়া বৈদ্যুতিক ফাদে মা প্রান হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার গাজীড়পার গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে মিন্টু বেপারী জমির ফসল ইদুরে বিনষ্ট করায় ইদুরের ক্ষতি থেকে ফসল রক্ষায় রোববার ফসলের জমিতেবৈদ্যুতিক ফাদ পাতেন।জমির চার দিকে তাবৈদ্যুতিক তাড় দিয়ে বেষ্টনী করে তাতে রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দেন মিন্টু বেপারী।

 

 

সোমবার বেলা ১১ টায় ক্ষেতে যান মিন্টু বেপারির মা শেফালী বেগম (৬০)। তারে বিদ্যুৎ সংযোগ রয়েছে বুঝতে না পোরায় তা স্পর্শ করতেই মা বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হন।

 

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ইদুর মারতে ধান ক্ষেতে ছেলের দেয়া বৈদুতিক তাড়ে জড়িয়ে মা সেফালী বেগমের মৃত্য হয়েছে। এতে এলঅকায় শোকের ছায়া নেমে আসে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ