বরিশাল

উজিরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

By admin

March 17, 2022

 

উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮ )।

 

১৬ মার্চ রাতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মধ্য হারতা ৮ নং ওয়ার্ডে ৮ এর স্পেশাল টিম কোম্পানি এ ডি স্কোয়াট কমান্ডার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে উজিরপুর উপজেলার হারতা বন্দরের বড় ব্রিজ এর দক্ষিণ পাড় থেকে একাধিক মাদকদ্রব্য মামলার আসামি মোঃ জাকির হোসেন বালি (৪৫)পিতা আবু হাসান বালি এর নিজ বাড়ির সামনে হইতে ১ কেজি গাঁজা, একটি মুঠোফোন উদ্ধার করেন এবং সমীর হালদার (২৪) পিতা নিতাই হালদার এর নিকট হতে ৪শ গ্রাম গাঁজা, একটি মুঠো ফোন, নগদ ৪৮৬০ টাকা উদ্ধার করেন।

 

আটককৃতদের বিরুদ্ধে উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।