ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
নাজমুল হক মুন্না, উজিরপুর:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা ব্রিজ সংলগ্ন ভূইয়া বাড়ির এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে।
বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশ নিশ্চিত করেছেন।
২৬ মে সোমবার সকাল আটটার দিকে সাতলা নয়াপাড়া নামক স্থানের মৃত ছালাম বালির স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) নিজ ঘরের ভিতর কাঠের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা আরো জানান, আত্মহত্যা শিকার মোমেনা বেগম দুই ছেলেকে বিদেশ পাঠাতে অনেক টাকা ঋণগ্রস্ত হয় এবং একই সাথে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী ধারণা করেন।
তার ছোট মেয়ে ফাতেমা (১৪)জানান সকাল অনুমান ০৮টার দিকে বাসা থেতে বের হয়ে রাস্তায় যায়। পরবর্তীতে সকাল অনুমান ০৯.০০ টার দিকে বাসায় আসলে ঘরের দরজা ভিতর হতে আটকানো দেখে দরজা খোলার চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দরজা খুলে বাসার ভিতরে ঢুকে কাঠের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃত অবস্থায় দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, লাশ ময়না তদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক