বরিশাল

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

By admin

February 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালের উজিরপুরে গভীর রাতে ওড়না প‍্যাচিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৫নং ওয়ার্ডের চাঁন মিয়ার মেয়ে।

 

সুমাইয়া আক্তার হাবিবপুর কলেজের ডিগ্রিতে পরুয়া প্রথম বর্ষের ছাত্রী। সে ২২ ফেব্রুয়ারি গভীর রাতে বসতবাড়ীর পিছনে গাছের সাথে ওড়না প‍্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে আত্মহত‍্যার কারন জানা যায়নি।

 

নিহত ছাত্রীর পিতা চাঁন মিয়া জানান, তার মেয়ে মানুষিক ভারসাম্যহীণ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন জানান, ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয় এবং থানায় একটি অপমৃত‍্যু মামলা হয়েছে।